হতাশাবাদী মনোভাব বনাম আশাবাদী
pessimism মানে হতাশাবাদ। সব কিছুর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থাগুলো দেখা।
optimism আশাবাদী মনোভাব। আরো ভালো কিছু হবে।
আমরা ৩ বন্ধু মিলে মাঝে মাঝে পাবজি খেলি। খেলার সময় সবার মনোভাব থাকে, যে আমরা তো খালি হারি। কোন কিল করতে পারি না। শুধু বট মেরেই বাহাদুরি করি। রিয়েল এনেমির সামনে পরলেই মরে যাই।
Psychology of Money বই এ Morgan Housel বলেন, পেসিমিজম শুনতে রিয়েলিস্টিক এবং ভালো উপদেশ মনে হয়।
যেমন আমরা গত ১০০ ম্যাচ হেরেছি, এজন্য এখনো হারবো, কথাটা ১০০% বাস্তব মনে হয়। এর কারন statistic এটাই বলে যে আমরা মরবো, হারবো।
Housel পালটা বলেন যে পৃথিবীতে সব সময় নতুন নতুন ঘটনা ঘটে। যেটা আগে হয়েছে, তার মানে এই না যে সেটাই সব সময় হবে। কেউ কখনো অতীতের ঘটনাগুলো দেখে ভবিষ্যত বলে দিতে পারে না। তাই optimistic চিন্তা করা ভালো। এটা যতই আজগুবি মনে হয় না কেন, ফিউচারে যখন এটা ঘটবে, তখন সবাই এটা সাধারন ঘটনা হিসেবে মেনে নিবে।
এই কথাগুলোই আমার পাবজি বন্ধুদের বলেছিলাম যে পাবজি খেলায় optimism ভালো।
১) এই কথাগুলো সেদিন বলার পরে আমি অনেক সিরিয়াসলি খেলেছিলাম। DJ ভাই (ReviewRon) চিকেন নিয়ে নিয়েছিলো।
২) আমি আর জামি ভাই (BeastyMen) অনেক ফাইট দিয়ে অনেক কিল নিয়েছি। টপ ২ নিজের দমে হয়েছি।
৩) আমাদের কিল রেট আগের চেয়ে বেড়ে গেছে।
বলা যায় না এমন অনেক কিছু হতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই।
এর আগের দিন দুইটা ম্যাচ খেলে দুটাতেই চিকেন ডিনার পেলাম (#1), এর পর গতকাল রাতের এই স্ক্রিন শটে আমাদের কিল অনেক বেড়ে গেছে। আগে যেখানে খুব বেশি হলে ২-৩ টা হতো সেখানে ৯টা থেকে ১৫টা হয়ে গেছে। প্রথম ম্যাচে চিকেন, আর শেষের ম্যাচেও চিকেন।
Optimism আসলেই কাজ করে
এখন Optimism এর মানে এই না যে হটাৎ করে একদিন সব অনেক ভালো হয়ে যাবে।
Optimism মানে হলো প্রতিদিন ঘুম থেকে উঠে আমি কাজ করবো আর গতকালের চেয়ে অল্প একটু ভালো অবস্থা হবে। এইভাবে চালিয়ে গেলেই একদিন আগের চেয়ে অনেক ভালো ফলাফল পেয়ে যাবো।