MySocial এ কোন পেমেন্ট প্রসেসর এড করবো?

Tamal Chowdhury
by Tamal Chowdhury
Published on: August 12, 2024

আমি MySocial নামের একটা এক-পেজের বায়োডাটা সাইট বানাচ্ছি। এখন পর্যন্ত এই সাইটে যে কেউ ফ্রি-তে একাউন্ট খুলে একটা ফ্রি-সাইট পাবলিশ করে ফেলতে পারবে। এর পরের ধাপ হলো পেমেন্ট প্রসেসর এড করা।

এই সার্ভিসে আমি আরো প্রিমিয়াম ফিচার এড করতে চাই, যেনো এখান থেকে ইনকাম জেনারেট করা যায়। কিন্তু তার জন্য দরকার একটা পেমেন্ট প্রসেসিং সার্ভিস।

আমার হাতে কয়েকটা অপশন আছেঃ

PayPal
Stripe
Paddle

এদের মধ্যে Stripe সেটাপ করা সবচেয়ে সহজ, কিন্তু দূর্ভাগ্যবশত আমি বাংলাদেশে থাকি যেখানে এই সার্ভিসটা এভেইলেবল না। আমি যদি স্ট্রাইপ ইউজ করতে চাই তাহলে USA/UK তে একটা অফ-শোর বিজনেস সেটাপ করতে হবে; একটা বিজনেস ব্যাংক একাউন্ট নিতে হবে; আর একটা বিজনেস ফোন নাম্বার ভাড়া নিতে হবে।

এই সবের জন্য আমি আলাদা করে ২৫-৩০ হাজার টাকা রেখে দিয়েছিলাম আর ভালো একটা প্রোভাইডার খুজছিলাম।

কিন্তু পরে আমি চিন্তা করলাম, আমি একটা UK বিজনেস সেটাপ করার পরে যদি Stripe এর এপ্রুভাল না পাই? অথবা এপ্রুভাল পেলেও কোন গ্যারান্টি নাই যে আমি MySocial থেকে ইনকাম করবো কিনা।

সৌভাগ্যবশত, Paddle নামের একটা পেমেন্ট প্রসেসর আছে যেখানে বাংলাদেশ থেকেও সাইন আপ করা যায়। এর জন্য কোন কোম্পানী সেটাপ বা ট্রেড লাইসেন্স লাগে না। এক মালিকানা ব্যাবসায়েও এপ্রুভাল নেওয়া যায়। প্যাডেল ব্যাবহার করে আমার ইউজাররা ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড, PayPal, Google Pay, Apple Pay দিয়ে পে করতে পারবে। ওদের চার্জ প্রতি ট্রানজেকশনে ৫% + ৫০ পয়সা।

MySocial এ আমি অলরেডি প্যাডেল পেমেন্ট প্রসেসর এড করে ফেলেছি। প্রো প্ল্যান নিতে চাইলে দেখে আসতে পারো।

Sharing is Caring: