মাত্র ১৫ মিনিট কোড করো
by Tamal Chowdhury
Published on: June 12, 2024
ঘুম থেকে উঠেই ১৫ মিনিট প্রজেক্টে কাজ করবো।
কোডিং প্রোজেক্ট/ক্লায়েন্ট প্রজেক্ট, যাই হোক যাস্ট ১৫ মিনিট, এর চেয়ে বেশি না।
এই বলে এডিটরটা ওপেন করলাম, আর আজকে ১৫ এর যায়গায় ৫১ মিনিট কোড করে ফেললাম
অনেক সময় কোডিং করে কিছু বানানো এমন একটা নেশা যেটা একবার flow state এ চলে গেলে আর ছাড়তে মন চায় না।
এইভাবে হুট হাট কাজ শুরু করে দেওয়া ভালো।
মাত্র ২ মিনিট করবো; ৫ মিনিট করবো; যাস্ট এই ফাইলটা চেঞ্জ করবো ইত্যাদি।
কিন্তু যখনি অনেক আয়োজন করে ভাবি, আজকে ২-৩ ঘন্টা কোড করে ফাটাইয়া ফেলবো, তখন আর সারাদিন এডিটর ওপেন-ই করি না।
time tracker app: toggl